গত রবিবার ১৬ই আগস্ট টোকিওর হিগাশি জুজো কাইকানে এ জাপান শাখা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটে। দলের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কেক কাটার সময় উপস্থিত ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, উপদেষ্টা কাজী এনামুল হক, সহ সভাপতি আলমগীর হোসেন মিঠু, এমদাদ মনি যুগ্ন সম্পাদক,দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক ফয়সাল সালাউদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক নুর খান রনি, বিএনপি নেতা জসিম উদ্দিন,জাকির হোসেন মাসুম, জাফরুল ইসলাম যুবদলের সাধারন সম্পাদক তৌহিদুল আলাম (রিপন), ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার (বাবলু), যুগ্ন-সম্পাদক রাজিব জামান, সাংগঠনিক সম্পাদক,কাওসার খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার সহ-সভাপতি রবিউল আলাম সাব্বির, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জনি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ দফতর সম্পাদক আপন মিয়া, আহসান ভুইয়া, আহসান রাজীব, শিহাব প্রমুখ।
-
মেইন মেনু
ফটো গ্যালারি
এন্টারটেইনমেন্ট
-
বাংলা সাপ্তাহিক
Life on line website for Bangladesh Comunity in Japan
জাপানে বাংলাদেশী সংগঠন
Halal Food List
বাংলা দৈনিক
ওয়েব পোর্টাল
News Calender
Visitors Counter